রাজশাহীর বাঘায় ১৮ বছর বয়সী স্কুল ছাত্র জয়নাল কাজী পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় পলাশি ফতেপুরের পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। জয়নাল কাজী চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং পলাশি ফতেপুর চরের ইউনুস কাজীর ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে জয়নাল কাজী তার দুই বন্ধু শাহাদত হোসেন (২০) এবং রাকিব হোসেন (১৭) সঙ্গে পদ্মা নদীর ক্যানেল সাঁতরে পার হয়ে বাবার কাছে খাবার নিয়ে যাচ্ছিলেন। শাহাদত ও রাকিব কিনারে উঠতে পারলেও প্রচণ্ড স্রোতের কারণে জয়নাল ডুবে যান। স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত তারা তাকে উদ্ধার করতে সক্ষম হননি।
জয়নালের বাবা ইউনুস কাজী জানান, “আমি পদ্মা নদীতে মাছ ধরছিলাম। স্কুল ছুটির কারণে ছেলে ক্যানেল নদী সাঁতরে খাবার নিয়ে আসছিল। প্রচণ্ড স্রোতের কারণে কিনারে উঠতে পারেনি। ছেলে এখনো নিখোঁজ রয়েছে।”
রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিন লিডার আবদুর রাজ্জাক বলেন, “অতি স্রোতের কারণে দীর্ঘ সময় অভিযান চালিয়েও তাকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উদ্ধার করা যায়নি।”
চারঘাট নৌ-পুলিশের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে, কিন্তু এখনও সফলতা আসেনি।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha