হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মন্ডপে বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআই সাবেক সভাপতি এ. কে. আজাদ প্রতিষ্ঠিত স্বনামধন্য প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার ২০টি পূজা মন্ডপে এই অনুদান প্রদান করা হয়। হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন এবং পরিচালক আবুল কালাম আজাদ এই উদ্যোগ গ্রহণ করেন।
অনুদান প্রদানের পাশাপাশি, তারা শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্নে পালনের জন্য পূজা মন্ডপগুলোতে খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিকালে তারা ডিক্রিরচর ইউনিয়নের বালিয়াঘাট সার্বজনীন দুর্গাপূজা মন্দির এবং ফরিদাবাদ বিন্দুপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন।
সন্ধ্যায় ফরিদপুর পৌর এলাকার টেপাখোলা ও হরিসভা সহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াঘাট সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের সভাপতি সুব্রত কুমার সরকার, ফরিদপুর সদরের আলহাজ্ব এম এ আজিজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রভাত সিং, রাফিজুল খান, মোঃ রুবেল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫