চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোসল করতে গিয়ে পদ্মা নদীতে ডুবে সানাউল্লাহ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সানাউল্লাহ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের জাহির আলীর ছেলে।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, নানার বাড়ি বেড়াতে এসে বৃহস্পতিবার পাঁকা ইউনিয়নের বোগলা উড়ি ঘাটে গোসলে নেমে ডুবে মারা যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সানাউল্লাহসহ কয়েকজন শিশু বোগলা উড়ি ঘাটে পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানাই সানাউল্লাহ নদীতে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন খবর পেয়ে সানাউল্লাহকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।