আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৮:৩৭ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১০, ২০২৪, ৯:৫৩ পি.এম
পূজাকে কেন্দ্র করে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে পার পাবে নাঃ -মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো: শফিকুল আলম

মাগুরাতে পূজা মন্ডপ পরিদর্শন কালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের প্রেসসচিব মো: শফিকুল আলম, বলেন পূজাকে কেন্দ্র করে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে পার পাবেন না; এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার ( ১১ অক্টোবর) বিকালে তিনি মাগুরা শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেবকুণ্ড, বাবলু ঠাকুর সহ সরকারি বিভিন্ন দপ্তরের উদ্বোধন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অতিথিরা শহরের সাতদোহা নেংটা বাবার আশ্রম, জামরুলতলা পূজা মন্দির, ছানার বটতলা পূজা মন্ডপসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ বছর মাগুরা জেলায় সর্বমোট ৫৬১ টি মন্ডবে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে ।
পুলিশের মোট ২৫২ জন সদস্য এবং আনসারের মোট ৩ হাজার ৪৯৬ জন সদস্য জেলার পূজা মন্ডপ গুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha