বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পূর্ব বাইখীর নিচেপাড়া গ্রামে সম্প্রতি ভারি বৃষ্টির কারণে প্রায় ২৫টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এই পরিবারগুলোর মধ্যে হিন্দু-মুসলিম উভয়েরই সদস্য রয়েছেন এবং তারা মসজিদে নামাজ পড়তে পর্যন্ত যেতে পারছেন না।
স্থানীয়রা অভিযোগ করেছেন যে, মিকাইল মোল্যা (৬০) তার ব্যক্তিগত স্বার্থে একটি কালভার্ট মাটি দিয়ে ভরাট করেছেন, যার ফলে মসজিদসহ পরিবারগুলোর জন্য পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা বেলায়েত জানান, “আমরা রান্না করতে পারছি না, গরু-ছাগল নিয়ে সমস্যায় আছি।”
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পানি নিষ্কাশনের অভাবে পরিবারের ফসলও নষ্ট হচ্ছে। গ্রামের অন্য বাসিন্দাদের মধ্যে অনোয়ার, কাউছার ও শাহিদ মোল্যা বলেন, “আমাদের সাহায্যের প্রয়োজন। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।”
চতুল ইউপি চেয়ারম্যান মহম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্তে গ্রাম পুলিশ পাঠানো হলেও মিকাইল ও তার লোকজন তাদেরকে হুমকি দিয়েছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ে তিনি তৎকালীন ইউএনওর কাছে অভিযোগ জানালে ব্যবস্থা নিতে পারছেন না। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫