হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পূণ্যভূমি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন করেছেন যশোর সেনানিবাসের ২১ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তিনি ঠাকুরবাড়িতে পৌঁছে হরিমন্দির ও পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির কমিটি এবং ঠাকুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
ব্রিগেডিয়ার জেনারেল খোকন পূজা উদযাপনে কোনো ধরনের সমস্যা হলে তাৎক্ষণিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন ১০ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল মাকসুদুল আলম, মেজর আকিকুর রহমান রুশাদ, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাসেদুজ্জামান, ওসি মো. শফিউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঠাকুর পরিবারের সদস্য সুব্রত ঠাকুর, রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha