বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৫৭টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, "কালুখালীর কোন মন্দিরে সন্ত্রাসী কার্যকলাপ হতে দেওয়া হবে না। কেউ সন্ত্রাসী কার্যকলাপ করার সাহস রাখে না।"
মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, “কেউ যাতে ইফটিজিংয়ের শিকার না হয়, সে ব্যাপারে নজর রাখা হচ্ছে।” তিনি মন্দির এলাকা থেকে পাগলদের দূরে রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন, যাতে এলাকার নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। সভায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রেজা, ক্যাপ্টেন মারুফ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং আনসার ভিডিপি কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান কালুখালীর মালিয়াট মধ্যপাড়া মন্দির পরিদর্শন করেন। তার এ পদক্ষেপ এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি নির্দেশ করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।