রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুরস্থ ড. কাজী মোতাহার হোসেন কলেজে মঙ্গলবার (৮ অক্টোবর) জ্ঞান তাপস ড. কাজী মোতাহার হোসেনের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে পবিত্র কোরআন তেলোয়াত, হামদ-নাত, কুইজ ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
ড. কাজী মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এবং কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।
কলেজের জিবি’র সদস্য ও হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আহসান উল্লাহ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রশিদ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শামসুর রহমান, কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সরদার মো. কাশেদ আলী, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শামীমা নার্গিস, আইসিটি বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রদর্শক কাজী আব্দুল্লাহও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কলেজের প্রাক্তন কৃতি ছাত্র হাসিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক, প্রভাষক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম।
উল্লেখ্য, প্রখ্যাত পরিসংখ্যানবিদ, অনুবাদক, সাহিত্যিক ও দাবাড়ু জ্ঞান তাপস ড. কাজী মোতাহার হোসেনের জন্ম ১৮৯৭ সালের ৩০ জুলাই এবং মৃত্যু ১৯৮১ সালের ৯ অক্টোবর। কলেজ কর্তৃপক্ষ কলেজ ছুটিতে পড়ার কারণে একদিন আগে ৮ অক্টোবর এই কর্মসূচি পালন করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫