আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ২:৪৮ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১০, ২০২৪, ১১:২৯ এ.এম
তানোরে জরিয়ান টেকনিশিয়ান সার্ভিসের প্রতারণায় একটি পরিবার নিঃস্ব

রাজশাহীর তানোরে একটি পরিবার জরিয়ান টেকনিশিয়ান সার্ভিসের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে পথে বসেছে। ৯ অক্টোবর, ভুক্তভোগীর স্ত্রী নিপা বেগম আদম ব্যবসায়ী মনিরুল ইসলামের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, মনিরুল ইসলাম বিদেশে ভালো কাজ ও মোটা অঙ্কের বেতনের লোভ দেখিয়ে গ্রামের সহজ-সরল যুবকদের বিদেশ পাঠিয়ে প্রতারণা করে আসছেন। বিদেশে গিয়ে তারা কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। কেউ আবার দেশে ফিরতে না পেরে পালিয়ে বেড়াচ্ছে।
ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নিতে পারছে না, কারণ বিদেশে যদি তাদের ক্ষতি হয় এই ভয়ে। তারা জরিয়ান টেকনিশিয়ান সার্ভিস বন্ধ করে মনিরুল ইসলামকে আটক করার দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, মনিরুল ইতোমধ্যে এলাকার প্রায় কুড়ি জনকে বিদেশ পাঠিয়েছে। দুবাই পাঠানোর নামে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করছে।
উপজেলার কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল গ্রামের রাজু আহম্মেদকে (২৪) মনিরুল দুবাই পাঠান। বিদেশ যেতে রাজু ৪ লাখ টাকা মনিরুলের হাতে তুলে দেন। কিন্তু দুবাই গিয়ে রাজু জানতে পারেন, যে কোম্পানিতে কাজের কথা বলা হয়েছিল, সেটি লাল তালিকাভুক্ত। ফলে তিনি প্রায় ৯ মাস ধরে অবৈধ শ্রমিক হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। দেশে তার স্ত্রী ও দুই সন্তান চরম মানবেতর জীবনযাপন করছে।
রাজুর সমস্যা সম্পর্কে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, "সমস্যার সমাধান হবে।" তিনি আরও দাবি করেন যে, তিনি নিজেও প্রতারণার শিকার, কারণ তার বাবা তার সব টাকা আত্মসাৎ করেছেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha