কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় ৪ শিশু নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসের চালক মো. কাবের আলী (২৮) কে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় মেহেরপুর জেলার গাংনী উপজেলার ঈদগাহপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আমতৈল গ্রামের মো. সরোয়ার উদ্দিনের ছেলে।
৯ অক্টোবর, বুধবার বেলা ১১টায় প্রেস বিজ্ঞপ্তি সূত্রে র্যাব জানায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল সোয়া ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী মাইক্রোবাসের ধাক্কায় মিম খাতুন (১২), তানজিলা আক্তার (১৪), মারিয়া খাতুন (১১) ও যুথী খাতুন (৯) মারা যায়। নিহত শিশুরা শিমুলিয়া মসজিদের মক্তবে কোরআন পড়া শিক্ষা শেষে বাড়ি ফিরছিল। এ সময় ঘাতক মাইক্রেবাসের চালক কাবের আলী পালিয়ে যায়।
দুর্ঘটনায় খোকসা থানায় মামলা হলে গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাকে আটক করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫