চুয়াডাঙ্গায় জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালী, মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় বাংলাদেশে তামাক ব্যবহারজনিত রোগে আক্রান্ত হয়ে বছরে ১ লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ অকালে মৃত্যুবরণ করে।
আজ বুধবার সকাল ১০টার সময় বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক” এই স্লোগানে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালী ও মানববন্ধন শেষে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার মিটিং রুমে আলোচনা সভায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধঅন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজাহান আলী বিশ^াস, ব্র্যাকের জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা, জাহানারা যুব মহিলা সংস্থার সভাপতি জাহানারা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন অন্মেশা যুব মহিলা সংস্থার সভানেত্রী লিজা হুসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ইউনুস আলী। বক্তরা বলেন আমাদের বড় বাধা হচ্ছে তামাক কোম্পানিগুলো। এ কোম্পানিগুলো তাদের ব্যবসার স্বার্থে তরুণদের ধূমপানে আকৃষ্ট করে যাচ্ছে। তরুণরা ধূমপানে আসক্ত হলে দেশের জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্থ হবে এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যকে বাধাগ্রস্থ করবে।
সিগারেট কোম্পানগিুলো মিথ্যা তথ্য প্রচার করে সামগ্রীক তামাক নয়িন্ত্রণ র্কাযক্রমকে বাধাগ্রস্থ করার চষ্টো চালাচ্ছে। এছাড়াও তামাক কোম্পানীগুলো তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করে নানা কৌশলে তামাকের বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি কর ফাঁকি দিয়ে সরকারের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের সাফল্য ব্যাহত করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনারা আরো বলেন বাংলাদেশে তামাক ব্যবহারজনিত রোগে আক্রান্ত হয়ে বছরে ১ লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ অকালে মৃত্যুবরণ করে। পাশাপাশি পঙ্গুত্ব বরণ করে আরো অসংখ্য লোক।
দীর্ঘমেয়াদী, জটিল ও ভয়াবহ এসকল রোগের প্রকোপ আর্থ-সামাজিক অবস্থার উপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থা থেকে উত্তোরণে প্রয়োজন সহায়ক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha