রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মঙ্গলবার (৮ অক্টোবর) ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, পাংশা এই কর্মসূচির আয়োজন করে।
পাংশা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মো. ফিরোজ হোসেনের উপস্থাপনায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান রুবেল। তিনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি সন্তানের খেলাধুলায় অনুপ্রাণিত করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আকরাম হোসেন ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহমেদ, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, মুছিদাহ বনগ্রাম আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল কাদের ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন। এছাড়া পাংশা উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসার প্রধান ও ক্রীড়া শিক্ষকগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha