কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র লুৎফর হোসাইন রুবেলকে হত্যার ঘটনায় ৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার ও মঙ্গলবার কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শেখ গোলাম মাহবুব শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অলোক রায় জানান, আদালতে আসামিদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল, কিন্তু আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া শহরের নারকেলতলা এলাকার বনফুড বেকারির সামনে গামছা ও দড়ি দিয়ে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় রুবেলকে উদ্ধার করে স্থানীয়রা। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার পরদিন নিহতের বাবা শহিদুল মন্ডল বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় রুবেলের রুমমেট ও মেসমেটদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে। যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন— হৃদয় হোসেন (১৮), রাইসুল ইসলাম (১৯), রাব্বি হোসেন (২২), আনিসুর রহমান অনিক (১৯), এবং তাহসান রশিদ নাবিল (১৯)।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫