আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ২:৪০ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৬, ২০২৪, ১০:১৩ পি.এম
কুষ্টিয়ার দুর্নীতি দমন কমিশনে নবাগত উপ পরিচালকের দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময়
কুষ্টিয়া জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন দুদক সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয় নবাগত উপ পরিচালক ময়নুল হাসান রওশনী। রবিবার বিকাল ৪ টায় তিনি দুদক সজেকা কুষ্টিয়া কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দুদক সজেকা কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল, উপ সহকারী পরিচালক মো. আবু তালহা।
উপ সহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, সাধারণ সম্পাদক এস এম কাদেরি শাকিল, দৌলতপুর উপজেলার প্রতিরোধ কমিটির সভাপতি আবু সাঈদ মো: আজমল হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম, ভেড়ামারা উপজেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, খোকসা উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, মিরপুর প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু, কুমারখালী উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিক বিশ্বাস, সাধারণ সম্পাদক হাবীব চৌহানসহ জেলা কমিটির সদস্য সরকার রফিকুল ইসলাম শাহীন, নীলিমা আক্তার, শহিদুল ইসলাম সুমন প্রমুখ।
মতবিনিময়কালে নবাগত উপ পরিচালক ময়নুল হাসান রওশনী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ সকল উপজেলা কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততা তৈরীতে উদ্বুদ্ধ করতে বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনে আর্থিক সহায়তা প্রদানকৃত বিদ্যালয় সমূহ মনিটরিং সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে আন্তরিক ভুমিকা পালনের আহবান জানান।
পরে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি- সাধারণ সম্পাদক সহ সদস্যরা নবাগত উপ পরিচালক ময়নুল হাসান রওশনী কে ফুলেল শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha