আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৪:৩৯ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৬, ২০২৪, ৯:৫৬ পি.এম
যশোরে শারদীয় দুর্গাপূজায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে বিদ্রোহী সাহিত্য পরিষদ

অত্যন্ত উৎসাহ- উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে মণ্ডপ তৈরি, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ চলছে পুরোদমে। মণ্ডপে প্রতিমার কাঠামো তৈরি হয়ে গেছে। চলছে রঙ তুলির আঁচড়। কোনো কোনো মণ্ডপের প্রতিমা পুরোপুরি প্রস্তুতও হয়ে গেছে। বলা হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের বর্ণিল প্রস্তুতির খবর।
কৈলাশ থেকে মর্ত্যলোকে আসবেন দেবী দুর্গা। সারাদেশের মতো যশোরেও থেমে নেই দেবী বন্দনার প্রস্তুতি। ঠিক এমন সময়ে হিন্দু ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শারদীয় দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে উপহার হিসেবে পোশাক বিতরণ করেছে বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি। শনিবার ৫ অক্টোবর পোস্ট অফিস পাড়ার মুন্সী মিনহাজ উদ্দিন রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।
বিএসপির সহ সভাপতি আমির হোসেন মিলনের সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
বক্তব্য রাখেন সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, অ্যাড. মাহমুদা খানম, অরুণ বর্মন, ভদ্রাবতী বিশ্বাস, নূরজাহান আরা নীতি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha