সশস্ত্র বাহিনীর একটি সূত্র তাসনিম বার্তা সংস্থাকে জানিয়েছে, ইহুদিবাদীদের সম্ভাব্য পদক্ষেপের প্রয়োজনীয় প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে এবং ইসরায়েল ব্যবস্থা নিলে ইরান যে পাল্টা হামলা চালাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
সূত্রটি জানায়, ইসরায়েলে হামলার জন্য একটি তালিকা প্রস্তুত রয়েছে ইরানের। এবং ইরান চাইলে ইসরায়েলের যেকোনো স্থানে ধ্বংসলীলা চালাতে পারে।
এর আগে গত মঙ্গলবার লেবানন ও গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানঘাঁটির অভ্যন্তরে আঘাত হানে। স্যাটেলাইটে তোলা ছবিতে দেশটির দক্ষিণাঞ্চলের নেভাতিমসহ বিভিন্ন বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে।