আজকের তারিখ : জানুয়ারী ১১, ২০২৫, ৪:৩৪ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৬, ২০২৪, ৭:১৩ পি.এম
তানোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাজু, সম্পাদক সোহেল রানা
রাজশাহীর তানোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সাঈদ সাজু সভাপতি ও সম্পাদক পদে দেলোয়ার হোসেন সোহেল রানা নির্বাচিত হয়েছেন। গত শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত তানোর প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) ও তানোর প্রেস ক্লাবের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আব্দুল হান্নান। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন দলিল লেখক মনজুর রহমান এবং সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী রুস্তম আলী।
জানা গেছে, তানোর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে সাইদ সাজু (কলম) প্রতিক ও লুৎফর রহমান (চেয়ার) প্রতিক এবং সম্পাদক পদে টিপু সুলতান (মোবাইল) প্রতিক ও দেলোয়ার হোসেন সোহেল রানা (ক্যামেরা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর প্রেস ক্লাবের মোট ভোটার ছিলেন ১২জন। এর মধ্যে ১১জন ভোটার তাদের ভোট প্রদান করেন। বাঁকি একজন অসুস্থ থাকায় তিনি ভোট দিতে পারেননি। ১১টি ভোটের মধ্যে ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন কলম প্রতীকের প্রার্থী (দৈনিক সোনালী সংবাদ ও দৈনিক আমাদের সময়) তানোর প্রতিনিধি সাইদ সাজু। তার নিকটতম প্রতিদ্বন্দী দৈনিক সোনার দেশ ও দৈনিক কালবেলা তানোর প্রতিনিধি লুৎফর রহমান চেয়ার প্রতিকে ভোট পেয়েছেন ৫টি।
অপর দিকে ক্যামেরা প্রতিকে ৮ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার তানোর প্রতিনিধি দেলোয়ার হোসেন সোহেল রানা। তার নিকটতম প্রতিদ্বন্দী দৈনিক সানশাইন ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার তানোর প্রতিনিধি টিপু সুলতান মোবাইল ফোন প্রতিকে ভোট পেয়েছেন মাত্র ৩টি। এর আগে বিনা প্রতিদ্বন্দীতায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কাগজ পত্রিকার তানোর প্রতিনিধি ও তানোর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, যুগ্নসম্পাদক হয়েছেন দৈনিক সানশাইন ও দৈনিক যায়যায়দিন পত্রিকার তানোর প্রতিনিধি আসাদুজ্জামান মিঠু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ বাংলা পত্রিকার তানোর প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর ও দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার তানোর প্রতিনিধি ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক গনধ্বনি প্রতিদিন পত্রিকার তানোর প্রতিনিধি আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার তানোর প্রতিনিধি ওবায়দুর রহমান সুজন।
১নং সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার রাজশাহী ব্যুরোর বিজ্ঞাপন প্রতিনিধি ও তানোর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক শরিফুল ইসলাম এবং ২নং সদস্য দৈনিক বাংলাদেশ সমাচার ও এশিয়ান টিভির তানোর প্রতিনিধি মাহাবুব জুয়েল। অপর দিকে প্রেস ক্লাবের নিয়ম অনুযায়ী পরাজিত সভাপতি হবেন ৩নং সদস্য ও ৪নং সদস্য হবেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha