আজকের তারিখ : জুলাই ২০, ২০২৫, ২:১৯ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৬, ২০২৪, ২:৪১ পি.এম
সদরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

ফরিদপুরের সদরপুরে জন সচেতনতা বৃদ্ধিতে এবং দৈনন্দিন জীবনে এর গুরুত্ব ও প্রয়েোজনীয়তা উল্লেখ করে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। প্রতিটি পরিবারের উচিৎ শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করা। কেননা এতে শিশু জন্মের সঠিক হিসাব সরকারের কাছে থাকবে। আর সঠিক তথ্য পরিবেশনই দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নে বাজেট সঠিক ভাবে বাস্তবায়নের সহায়তা করবে মর্মে তিনি মন্তব্য করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ওমর ফয়সল, কৃষি কর্মকর্তা নিটুল রায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দসহ গণমাধ্যমকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha