আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ১০:০৬ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৬, ২০২৪, ২:১৪ পি.এম
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রবিবার (৬ অক্টোবর) সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এই আদেশ দেন, যা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে।
এদিন, দুদকের উপ-পরিচালক মো. আনোয়ারুল হক দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেয়।
আবেদনে উল্লেখ করা হয়েছে, মো. আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ এবং পরিবারের সদস্যদের নামে অজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে, তিনি দেশ ছেড়ে বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রোধ করা প্রয়োজন।
এই আদেশের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার হবে এবং অভিযোগের অনুসন্ধানে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha