আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৪৮ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৬, ২০২৪, ১০:৫৭ এ.এম
গোপালগঞ্জে অনুষ্ঠিত হল বার্ষিক নৌকা বাইচ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের শিবগঞ্জের হাটখোলা কুমার নদীতে অনুষ্ঠিত হলো বাৎসরিক নৌকা বাইচ।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে কহলদিয়া আসমত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। বছরের এই উৎসবের জন্য এলাকার মানুষরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।
বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় ১৫টি নৌকা অংশগ্রহণ করে। নৌকা বাইচের আয়োজনকে ঘিরে পুরো দিনব্যাপী গ্রামীণ মেলা বসে। মেলায় বিভিন্ন মিষ্টির দোকান, খেলনার দোকান এবং খাদ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। এলাকাবাসী তাদের আত্মীয়স্বজন এবং পরিবার-পরিজন নিয়ে মেলার আনন্দে মেতে ওঠেন।
মেলা দেখতে আসা কলেজ পড়ুয়া শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, "বান্ধবীদের নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি, খুব আনন্দ লাগছে। মেলা থেকে অনেক কিছু কেনাকাটাও করেছি।"
মিষ্টি ব্যবসায়ী ধনঞ্জয় বিশ্বাস জানান, "আবহাওয়া খারাপ হলেও বিক্রি বেশ ভালো হচ্ছে, তবে আবহাওয়া ভালো হলে বিক্রি আরো বেশি হতো।"
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha