ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।পরে সেখানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে অংশ গ্রহনকারীরা অবিলম্বে পর্নোগ্রাফি আইনে দায়েরকৃত মামলায় এলাকার ছিন্টু মিয়া ও আনাছ মিয়াকে বাদ দিয়ে প্রকৃত দোষিদের আটকের জোর দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হাবিবুর রহমান, ছিরুমিয়া, ইকরাম মাতুব্বর, রেন্টু মাতুব্বর, রেজাইল মাতুব্বর, বিপ্লব মাতুব্বরসহ এলাকাবাসী।
উল্লেখ্য সালথা থানায় নারীঘটিত একটি বিষয়ের ভিডিও মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার অপরাধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় আসামী করা হয়েছে এলাকার ছিন্টু মিয়া ও আনাছ মিয়াকে।
বিষয়টি নিয়ে এলাকাবাসীর ভিতর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষিদের শাস্তি দাবি করা হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫