আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ১২:৩৭ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৪, ২০২৪, ৮:১৬ পি.এম
লালপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে ইছামতি খালের পানিতে ডুবে রাহাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার মহিষাখোলা ব্রিজের নিচে এঘটনা ঘটে। মৃত রাহাত একই এলাকার বাবু খন্দকারের নাতি।
স্থানীয়রা জানান, রাহাত তার নানার বাড়িতেই থাকতো। সবার অগোচরে ইছামতি খালে গোসল করতে নেমে খালের পানিতে ডুবে যায়।
পারিবারিক সূত্রে জানাযায় বেলা ১২ টার পর রাহাতকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন পরিবারের লোকজন। পরে বিকাল ৪ টার দিকে মহিষাখোলা গ্রামের ইছামতি খালের উপর ব্রিজের নিচে থেকে ভাসমান অবস্থায় রাহাতের লাশ উদ্ধার করে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।
এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha