আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ১০:০৫ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৪, ২০২৪, ৬:৫১ পি.এম
কালাই উপজেলাতে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

আর মাত্র ৫ দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজাকে আরো উৎসবমুখর করতে কালাই এর পূজা মণ্ডপ গুলোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গাকে সাজাতে রাত-দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলা প্রতিমা কারিগররা। শত কষ্টের মধ্যেও দুর্গাকে সাজাতে পেরে কিছুটা প্রশান্তি পাচ্ছেন এসব কারিগর।
আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডবে মণ্ডবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমাশিল্পীর তুলির আঁচড়ে যেন প্রাণ সঞ্চারিত হচ্ছে দেবী দুর্গার। প্রতিমা কারিগরদের যেন দম ফেলার সময় নেই। এবার কালাই উপজেলায় সর্বমোট ২৪ টি মণ্ডবে পূজা অনুষ্ঠিত হবে।
এদিকে বেশ কয়েকটি পূজা মণ্ডবে ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলছে। দিনরাত প্রতিমাশিল্পীরা কাজ করছেন। খড় আর কাঁচামাটি ও রঙের কাজ শেষে এখন নানা সাজসজ্জায় দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশসহ সব দেবতাকে বর্ণিল করে তোলার কাজ চলছে।
দুর্গাপূজাকে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শামীমা আক্তার জাহান ও থানা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিম আলবারী। উপজেলা পূজা কমিটির পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। এরই মধ্যে পূজা মন্ডপের সভাপতি সেক্রেটারি ও বিএনপি জামাত দলের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha