আজকের তারিখ : ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৪৬ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩, ২০২৪, ৯:৫৬ পি.এম
ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়ার পদোন্নতি ও বদলি জনিত বিদায়ী সংবর্ধনা
ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়ার পদোন্নতি ও বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সাড়ে বারোটায় ফরিদপুর পৌরসভার উদ্যোগে ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে এবং ফরিদপুর পৌরসভার সচিব তানজিলুর রহমান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া নির্বাহী প্রকৌশলী শামসুল আলম হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা আহাদুজ্জামান, সহকারী প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ আশরাফ, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এস এম রফিকুল ইসলাম, ফরিদপুর পৌরসভার সাবেক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন মাসুদ, ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান, ১৭ ১৮ ১৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা সুলতানা টুটু, সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শওকত হোসেন, পৌর কর্মচারী এমদাদ হোসেন , তাহমিনা বেগম, মোহাম্মদ রিজওয়ান।
সভায় বক্তারা প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়ার দায়িত্ব কালীন সময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তার দায়িত্বকালীন সময়ে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কে আলোচনা করেন। বক্তারা
আগামীতে তিনি তার নতুন কর্মস্থলে সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারেন সেটা প্রত্যাশা করেন। একই সাথে তার শারীরিক সুস্থতা ও পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করেন।
অন্যদিকে এক সংক্ষিপ্ত বক্তব্যে শাহজাহান মিয়া তার কর্মজীবনে ফরিদপুর পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের কাছ থেকে যে সাহায্য সহযোগিতা পেয়েছেন সেজন্য তিনি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় ফরিদপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দ সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha