আজকের তারিখ : ডিসেম্বর ৪, ২০২৪, ২:৪৮ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২, ২০২৪, ১১:০৯ পি.এম
‘আমার দেশ’ সম্পাদকের মুক্তির দাবিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের মানববন্ধন
'দৈনিক আমার দেশ' এর সম্পাদক ড. মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ১১টায় আল্টিমেটাম দিয়ে তারা বলেন, আমরা সাংবাদিক সমাজ সরকারকে ৪৮ ঘন্টা সময় দিলাম। তাকে না ছাড়া হলে আন্দোলনের মাধ্যমে আমরা মুক্ত করে আনবো।
মানববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মনগড়া মামলা দিয়ে হয়রানি করেছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন। কিন্তু সবকিছু জেনেও গণঅভ্যুত্থানের সরকারের আদালত তাকে জামিন না দিয়ে জেলে পাঠায়। বর্তমান সরকারকে নিজ দায়িত্বে মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আজকের দিনে এটা কাম্য নয়।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারি মহাসচিব নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, সিনিয়র সদস্য এস এম সোহেল, জাগপার কেন্দ্রীয় নেতা নিজামুদ্দিন অমিত, অ্যাড. মনোয়ার হোসেন মনু, যুব নেতা টমাস প্রমুখ।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, সাইফুর রহমান সাইফসহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha