আজকের তারিখ : জুলাই ২৪, ২০২৫, ৩:৫০ এ.এম || প্রকাশকাল : জুন ১১, ২০২১, ৬:৩১ পি.এম
বোয়ালমারীতে শিল্পকলা একাডেমি’র ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

ফরিদপুরের বোয়ালমারীতে শিল্পকলা একাডেমি'র ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলায় শিল্পকলা একাডেমির নিজস্ব ভবনের জন্য দীর্ঘ পঁচিশ বছরেরও অধিক সময় স্থানীয় সংস্কৃতিমনা শিল্পীরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
অবশেষে সংস্কৃতিমনা বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের আন্তরিকতা, সদিচ্ছা এবং ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় শিল্পীদের দাবি এবং স্বপ্ন পূরণ হতে চলেছে।
বোয়ালমারীস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম সংলগ্ন স্থানে শুক্রবার (১১ জুন) বিকেল পাঁচটায় উপজেলা শিল্পকলা একাডেমির ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিল্পকলা একাডেমির আহবায়ক ঝোটন চন্দের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ, সিনিয়র সাংবাদিক কাজী আমিনুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন পাল, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম, সাংস্কৃতিককর্মী আমীর চারু বাবলু, সুমন খান, নৃত্যশিল্পী রতন, প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha