আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৮:০৯ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২, ২০২৪, ৩:০৩ পি.এম
এমপি একরামের ফাঁসির দাবীতে সুবর্ণচরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
২ টি হত্যা মামলার আসামী নোয়াখালী ৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ২ অক্টোবর রাতে চট্রগ্রাম থেকে র্যাবের হাতে গ্রেফতার হন। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সুবর্ণচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তার ফাঁসির দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে।
২ অক্টোবর (বুধবার) বেলা ১২ টায় সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তার মাথায় থেকে বিশাল প্রতিবাদ মিছিল বের করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
প্রতিবাদ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চরবাটা খাসের হাট বাজার পল্টন মোড়ে শেষ হয়।
যুবদলের অভিভাবক বেলাল হোসেন সুমনের সঞ্চালনায় চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উল্যাহ'র সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা।
প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু, যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াজ সিদ্দীকি সৈকত, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলী আহসান মোহাম্মদ তারেক, সদস্য সচিব মামুন হোসেন রোহানসহ উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এমপি একরাম নিজের অবৈধ ক্ষমতা দেখিয়ে সুবর্ণচর সহ পুরো নোয়াখালীতে বিএনপির নেতাকর্মিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী নির্যাতন করেছিলো, দূর্নিতী করে শত শত কোটি টাকা বিদেশে প্রাচার করেছে। উন্নয়নের নামে হরিলুট করেছে, তার পুত্র সাবাব চৌধুরী ঢাকায় এক নিরিহ লোককে গাড়ী চাপায় হত্যা করেছে, পুরো নোয়াখালীতে তিনি ও তার পরিবার ত্রাসের রাজ্য কায়েম করেছে। ২ টি হত্যা মামলায় তাকে গ্রেফতার করায় র্যাবসহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে একরামুল করিম চৌধুরীর ফাঁসির দাবী জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha