আজকের তারিখ : জুলাই ১২, ২০২৫, ১০:৪৭ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১, ২০২৪, ৫:৩২ পি.এম
হাতিয়ায় ১ দফা দাবি আদায়ে নার্সদের ৩ ঘন্টা কর্মবিরতি

কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় একদফা দাবিতে নোয়াখালীর হাতিয়ায় কর্মবিরতি পালন করছেন কর্মরত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের হাতিয়া শাখার সদস্যবৃন্দ।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতি যাওয়া নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের হাতিয়া শাখার সদস্যরা এ সময় বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পদ থেকে প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার থেকে অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে আমাদের এই কর্মবিরতি পালিত হচ্ছে।সিনিয়র নার্স মোহছেনা আকতার তামান্না বলেন, আজকে আমরা শান্তিপূর্ণভাবে তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছি।
আগামীকালও কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের যথারীতি কর্মসূচি পালন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha