কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে সাজিদ আলী (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। মিরপুর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের দরগাপাড়া মাঠে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সড়কের কাজের শ্রমিক সাজিদ আলী ওইদিন দুপুরে মাঠে ঘাস কাটতে যায়। এ সময়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরবর্তীতে মাঠে কাজ করা কয়েকজন দিনমজুর উদ্ধার করে স্থানীয় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha