সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারী পূজা উদযাপন কমিটি ও সুধী মহলের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌরসভা শাখা। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় বোয়ালমারী বাজারের নিউমার্কেট প্রাঙ্গণে পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওঃ সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে ও নায়েবে আমীর অধ্যাপক আবুল কাশেম মাহমুদের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বোয়ালমারী সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুত তাওয়াব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলার সেক্রটারী অধ্যাপক আব্দুল ওহাব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মো: ইমারত হোসেন চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আঃ সালাম বাবু, বোয়ালমারী পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শ্যামল কুমার সাহা, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যাপক রবিন লস্করসহ আরো অনেকে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫