আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৩:১৮ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১, ২০২৪, ১:২৩ পি.এম
জয়পুরহাটে জাল নোট চক্রের দুই সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটে জাল নোট ছাপানোর সরঞ্জাদি, জাল টাকা সহ এ চক্রের মূলহোতা সহ দুইজনকে আটক করেছে র্যাব- ৫। ১ অক্টোবর, মঙ্গলবার জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৩৫ হাজার ৯শ টাকার জাল নোট, নগদ টাকা ও জাল নোট তৈরীর সরঞ্জাম উদ্ধার করে।
আটককৃতরা হলো জেলার কালাই উপজেলার মুলগ্রাম এলাকার আনিছুর রহমানের পুত্র ও জাল নোট ছাপানো চক্রের মুলহোতা আরাফাত আজিজুল হক (২০) তার সহযোগী নওগাঁর ধামুইরহাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আহসান উল্লাহ রিয়াদ (১৬)।
সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানা যায়, আরাফাত ও আহসান দীর্ঘ দিন ধরে জাল নোট তৈরী ও বিপণন ব্যবসার সাথে জড়িত। তারা আসন্ন শারদীয় দূর্গা পূঁজা উপলক্ষ্যে জাল নোট তৈরী করে আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে আসল টাকা হিসেবে চালিয়ে দিত বলে প্রকাশ্যে স্বীকার করে। এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে এসব জাল নোট বিপণন করত বলে জানায়।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha