আজকের তারিখ : এপ্রিল ৫, ২০২৫, ৫:২৩ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৬:৪৮ পি.এম
ফরিদপুর গ্রাম আদালতের মাধ্যমে ৮০৪ টি মামলা নিষ্পত্তি করে ক্ষতিপূরণ আদায় ৫৯ লক্ষ ৭৫ হাজার টাকা

ফরিদপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা সোমবার বিকালে ফরিদপুর জেলা প্রশাসক হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করুন প্রকল্পের ফরিদপুর ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম।
ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ( ৩য় পর্যায়) স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই সমন্বয় সভার আয়োজন করে।
সভায় জানানো হয় চলতি বছরের ফেব্রয়ারী হতে আগষ্ট প্রযন্ত গ্রাম আদালতে ফরিদপুর জেলায় মামলা গ্রহণ হয়েছে ৮১৯ টি, নিষ্পত্তি হয়েছে ৮০৪ টি আর উচ্চ আদালত মামলা প্রেরণ করা হয়েছে ১৮৬ টি। এই প্রযন্ত নিষ্পত্তি মামলার ক্ষতিপূরণ আদায় হয়েছে ৫৯ লক্ষ ৭৫ হাজার টাকা। গ্রাম আদালতে মামলার নিষ্পত্তির হার ৯৮%।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha