আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১০:১৭ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৫:২৯ পি.এম
ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘নারায়ে তাকবীর, আল্লাহ আকবর’, ‘বিশ্ব নবীর দুশনমনেরা হুশিয়ার সাবধান’, ‘দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা’, ‘মোদির দালালেরা হুঁশিয়ার সাবধানে’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটূক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্র্বতীকালীন সরকারের কাছে অনুরোধ কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন ফজলে এলাহি হৃদয়, আব্দুর রহমান, সজিব আহাম্মেদ, বক্তব্য রাখেন আশ্রাফ উদ্দিন, শরীফুল ইসলামন দুখু, শাহাদাত হোসেন রাজু প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha