আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ২:৫৪ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৩:৪৯ পি.এম
মাননীয় প্রধান বিচারপতিকে আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। আজ শনিবার বেলা ১২: ৪৫ মিনিটে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে ফরিদপুর আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় সভাকক্ষে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান বিচারপতি জনাব ড. সৈয়দ রেফাত আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, সাবেক পিপি এ্যাড. ওয়ালিয়ার রহমান, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা অ্যাডভোকেট মোঃ শাহজাহান, অ্যাডভোকেট জাহিদ ব্যাপারী ফরিদপুরের আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নেতৃবৃন্দ প্রধান বিচারপতি মহোদয়ের কাছে দুর্নীতিমুক্ত স্বচ্ছ বিচার ব্যবস্থা প্রণয়ন করে আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার আহ্বান জানান। তারা ফরিদপুরের ভাঙ্গার যে সাব আদালত আছে যেখানে ভাঙ্গা, সদরপুর ও নগরকান্দার মামলা গুলো ব্রিটিশ আমলে যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল থাকা ও ফরিদপুর আদালতে স্থান সংকুলান না হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে পরিচালনার জন্য স্থানান্তর করা হয়েছিল তা আবার ফরিদপুর আদালতের সাথে একীভূত করার আহ্বান জানান। যেহেতু বর্তমানে ফরিদপুরে জায়গার কোন অভাব নেই। প্রধান বিচারপতি মহোদয় দেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন ফরিদপুরের আইনজীবীদের দাবি-দাওয়া গুলো পূরণের চেষ্টা করবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha