ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দরিকৃষ্ণপুর গ্রামে গৃহবধুকে উৎত্যাক্ত করার অভিযোগে থানায় মামলা করার প্রতিবাদে পতিপক্ষদের পাল্টা চাঁদাবাজির মামলা দায়েরের অভিযোগ ঊঠেছে। ঘটনাটি নিয়ে বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় দুপক্ষের মধ্যে বড় ধরণের সংঘর্ষ বাধার সম্ভাবনা রয়েছে।
অভিযোগে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে দরিকৃষ্ণপুর গ্রামের টিপু মোল্লার স্ত্রী মাসুদা আক্তার (১৯) ও তার ভাগ্নি জোতি আক্তার (১৬) তাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভুবনেশ্বর নদীর পাড়ে ঘুরতে যায়। এসময় পাশের কৃষ্ণপুর গ্রামের জুলহাস খাঁর পুত্র নাজমূল খাঁন (২২) সহ ৫/৬ যুবক তাদের কুপ্রস্তাব দিয়ে উৎত্যাক্ত করে। তাদের ডাকচিৎকারে পাশের লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়।
এ ঘটনা নিয়ে মাসুদা আক্তারের শশুর আঃখালেক মোল্লা বাদি হয়ে ৫ জনকে আসামী করে গত বৃহস্পতিবার (১০ জুন) সদরপুর থানায় ইভটিজিং মামলা দায়ের করে।
অপর দিকে জুলহাস খাঁ বাদি হয়ে খালেক মোল্লার পুত্রআজিজুল মোল্লাসহ ৩ জনকে আসামী করে ৫ লক্ষ টাকা ছিনতাই করে নেয়ার অভিযোগে ঐ দিনই পাল্টা মামলা করে। জুলহাস খাঁন জানান তার ছোট পুত্র জুবায়ের এর নিকট থেকে টাকা ছিনতাই করে বড় ছেলের নামেই ভটিজিং এর মামলা করে। মামলার তদন্তকারি অফিসার জানান অভিযোগ দুটি তদন্ত করে প্রয়োজণীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha