সমাবেশে উপস্থিত ছিলেন বিলুপ্ত হওয়া দ্বীপ কল্যান সমিতির গ্রাহকদের নিয়ে গঠিত সংগঠনের সভাপতি মাওলানা আবুল কাশেম, সাধারন সম্পাদক মো: রফিক উদ্দিন ছিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মানছুরুল হক ও সংগঠনের উপদেষ্টা মহি উদ্দিন সহ প্রায় শতাধিক সদস্য।
সমাবেশে বক্তারা জানান, দ্বীপ কল্যান বহুমূখী সমবায় সমিতি নামে একটি সংগঠন হাতিয়াতে গত ১০ বছর আগে তাদের কার্যক্র শুরু করে। হাতিয়ার বিভিন্ন অঞ্চলের লোকজন দ্বীপ কল্যান সমিতিতে সদস্য হয়ে টাকা সঞ্চয় করেন। বিশেষ করে ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এ সমিতিতে বেশি সম্পৃক্ত হয়।
প্রতিষ্ঠার পর এই সমিতি কয়েক বছর ভালো ভাবে কার্যক্রম পরিচালনা করেন। মানুষের লভ্যাংশ ও সঠিক ভাবে পরিষোধ করে। কিন্তু গত ৫ বছর আগে পরিচালকদের উদাসিনতায় এই সমিতি বিলুপ্ত হয়ে যায়। এতে অনেক গ্রাহক তাদের নিজেদের মূলধন হারিয়ে পথে বসার অবস্থা হয়।
পরে এই সমিতির কাছ থেকে গ্রাহকদের টাকা উদ্ধারের জন্য গ্রাহকরা নিজের একটি কমিঠি করেন। তাতে সভাপতি দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আ ক ম আব্দুল্যাহ সাধারন সম্পদক দেওয়া হয় নুরেজ্জামান ও কোষাধক্ষ হিসেবে দেওয়া হয় এ টি এম মহিউদ্দিনকে। তারা তিন জনই সমিতির কাছ থেকে প্রায় ৮লাখ টাকা উদ্ধার করে আত্মসাৎ করে। এতে ক্ষীপ্ত হয়ে গ্রাহকরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশ শেষে এই বিষয়ে শতাধিক গ্রাহক নৌ-বাহিনীর ক্যাম্পে গিয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha