আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৯:৩৫ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১০:৩৯ এ.এম
খোকসায় মুক্তিযোদ্ধা আকবর হোসেন এর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদা দাপন সম্পন্ন

কুষ্টিয়ার খোকসায় শোমসপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন ওরফে আকবর পুলিশ এর ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন। পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার ১২.৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন (৭০) বার্ধক্য জনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শুক্রবার সকালে সাড়ে ৯ টায় বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল মরহুম আকবর হোসেন কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ ওনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক, থানা অফিসার ইনচার্জ আননুর জায়েদ, শোমসপুর ইউনিয়নের চেয়ারম্যান বদর উদ্দীন খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম তালমসহ মরহুমের সন্তান, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন।
পরে শোমসপুর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। তুমি ছিলেন একজন সফল পিতা। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha