আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১২:১৬ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৭:৫০ পি.এম
মাগুরাতে বিশ্ব নবীকে কটুক্তি করায় তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল

মাগুরাতে হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় ভারতের পুরোহিত রামগিরির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৭ সেপ্টেম্বর দুপুর ২ টার সময়, মাগুরা ভায়না মোড় থেকে মাগুরা জেলাতে বিশ্ব নবী প্রেমিক তাওহীদ জনতার আয়োজনে মিছিল ও গণসমাবেশ করেন।
হাফেজ মাওলানা সালাউদ্দিন আল আজাদ বলেন, আমরা তাওহীদি জনতা আজকে ভারতে আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এবং ইসলাম ধর্ম কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ভায়না মোড় থেকে আমরা মুসলমানগন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
মাগুরা জেলার বিভিন্ন ওলামা একরাম, মসজিদের খতিবগণ ও তাওহীদি জনতা ধর্ম প্রাণ মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন পেশার লোকজন প্রতিবাদ জানিয়েছে। গোটা বিশ্বের কলিজা হচ্ছে হযরত মুহাম্মাদ (সঃ), পৃথিবীর কেউ যেন আমাদের কলিজা বিশ্ব নবীজিকে নিয়ে যেন কটুক্তি না করে এবং পৃথিবীর কেউ যেন আমাদের কলিজাতে হাত না দেয়।
বিদেশি কোন ষড়যন্ত্র থেকে ইসলাম ও দীনের বিপক্ষে যারা চক্রান্ত করছে তাদের চক্রান্ত যেন মহান আল্লাহপাক রাব্বুল আলামিন নষ্ট করে দেন এবং সেই সমস্ত নাস্তিকদের প্রতি আল্লাহ যেন গজব নাযিল করেন। মাগুরা ভায়না মোড়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, এই শ্লোগান নিয়ে এবং বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সঃ) কে কটুক্তি করায়, ইসলামি ধর্ম প্রাণ মুসলিমদের মিছিল শহরের চৌরঙ্গী মোড় ঢাকা রোড ঘুরে ভায়নার মোড়ে এসে আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha