আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৮:৪৫ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৭:৩০ পি.এম
বোয়ালমারীর রুপদিয়া বড় খালে নৌকা বাইচ অনুষ্ঠিত
বাঙালির ঐতিহ্য লালন করতে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মাঝিমাল্লার গানের তালে তালে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রুপদিয়া গ্রামের খালে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে খালের পাড়ে মানুষের ঢল নামে। কয়েক দিন আগে থেকে প্রচার প্রচারণা চালানোর কারণে গ্রামের মানুষ ছাড়াও শহর থেকে অসংখ্য মানুষ ভীড় জমায় রুপদিয়া বাসুদেবপুর রাস্তায় ও স্থানীয় লোকজন খালে ডিঙি নৌকা, ট্রলারে ও গাছে উঠে নৌকা বাইচ উপভোগ করে।
এ উপলক্ষে আশেপাশের ৬ টি গ্রামে উৎসবের আমেজ বিরাজ করে। রুপদিয়া ব্রিজের এপার ওপার দুই পাশে মেলা বসে। মেলায় সকাল থেকেই বিভিন্ন ধরনের মিষ্টি, আঁখ, খেলনা সামগ্রী বেচাকেনা করে দোকানীরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সাতৈর ইউনিয়নের বাসিন্দাদের আয়োজনে এ নৌকা বাইচের অনুষ্ঠিত হয়।
সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন টিয়াই এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জায় সাহা প্রমুখ।
নৌকা বাইচে প্রথম হয়েছে বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগরের ধলা মিয়ার সোনার বাংলা নৌকা, দ্বিতীয় হয়েছে একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কায়েম ফকিরের জলপরী নৌকা, এবং তৃতীয় হয় মধুখালীর নৌকা। বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলেদেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha