আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৭:২০ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৬:১৯ পি.এম
জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই উপজেলা কালাই আন, নাজাত ফাউন্ডেশনের আয়োজনে ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার বাদ জুমা কালাই বাস স্ট্যান্ড চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের শেষে উক্ত বাসস্ট্যান্ডের সামনে জয়পুরহাট -বগুড়া মহা সড়কের পার্শ্বে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে অবমাননা ও ইসলাম ধর্ম নিয়ে ভারতে কটুক্তি করায় তার প্রতিবাদে আধা ঘন্টা বাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কালাই ডিগ্রী কলেজের অ্যাড হক কমিটির সভাপতি তাজ উদ্দিন, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, শিরটি কলেজের অধ্যক্ষ শাহজান আলী, কালাই উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুজাফফর হোসেন, কালাই আহলে হাদিস জামে মসজিদের খতিব ও হাতি য়র কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সেলিম রেজা, ডাস পুকুর জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম,পাঁচশিরা জামে মসজিদের খতিব আইয়ুব আনসারী, হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা, কাজীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা এনামুল হক, ফকিরপাড়া জামে মসজিদের খতি ব মাওলানা হেলালুজ্জামান ও পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল আলিম সহ আরো অনেকে।
সকল বক্তাগণের একই কথা তারা বক্তব্যে বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে ও ইসলাম ধর্মকে নিয়ে ভারত বারবার কটুক্তি করলে মুসলমান হিসেবে তা সহ্য করা যাবে না।প্রতিবাদের মাধ্যমে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
ভারতের বাংলাদেশ হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলেন কটুক্তি বন্ধ করুন আর যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে এবং ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি না করা হয়, করলে বাংলাদেশের মুসলমান বসে থাকবেনা।
পরিশেষে বক্তারা বলেন সামনে সনাতন ধর্মালম্বীদের দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে, যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে তারা যেন সুন্দর ও সুষ্ঠুভাবে উৎসব পালন করতে পারেন, কোন ষড়যন্ত্রকারী যেন তাদের কোন করতে না পারে।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেন। এ সময় এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন আহলে হাদিস মসজিদের মোয়াজ্জিন মোহাম্মদ আলী জিন্ন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha