ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা-পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
স্থানীয়রা অভিযোগ করেন, নদী থেকে বালি উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে জরিমানা আদায় করে তা ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কাঁঠালিয়ার ইউএনও জহিরুল ইসলাম বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় ড্রেজারের মালিক জাহিদুল ইসলামকে বালু উত্তোলন আইন, ২০১০-এর ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে চালক ড্রেজারটি নিয়ে পালিয়ে যায়, যে কারণে তা জব্দ করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।