আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৫:০১ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৮:৫৭ এ.এম
বোয়ালমারীর তেলজুড়ী কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজার সংলগ্ন কুমার নদে শতবর্ষী ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তেলজুড়ী বাজার ও নৌকা বাইচ কমিটির আয়োজনে কুমার নদে এ নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হতে পুরস্কার তুলে দেন আরিডড গ্রুপের চেয়ারম্যান আজিজুল আকিল ডেভিড সিকদার।
শতবর্ষী তেলজুড়ী এ নৌকা বাইচ দেখতে বিভিন্ন জেলা থেকে লোকজন এসে জমায়েত হয়। কুমার নদের দু পাড় এবং তেলজুড়ী বেইলী ব্রিজের ওপর উৎসুক জনতার ভীড়। প্রতি বছর আশ্বিন মাসের ১১ তারিখে এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ উপলক্ষে স্থানীয় লোকজন আত্মীয় স্বজনদের দাওয়াত করে ঈদের মত মেহেমানদারী করে এ দিনটি উদযাপন করেন। নৌকা বাইচ মেলার ঐতিহ্যবাহী খাবার মিষ্টান্নের মধ্যে; চিনি গজা, আমিত্তি, রসগোল্লা, জিলেপী, এবং ইলিশ মাছ, আঁখ প্রসিদ্ধ খাবার হিসেবে বেশ পরিচিত।
শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. রইসুল ইসলাম পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ব্যবসায়ী সমাজসেবক সাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়া, মেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আলী আহমেদ জাহিদ, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন সিকদার, তেলজুড়ী বাজার বণিক সমিতির সভাপতি ওবাইদুর রহমান সরদার প্রমুখ।
প্রতিযোগীতায় বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. কায়েম ফকিরের ভাই ভাই জলপরী নৌকা প্রথম, পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের বাকু শেখের নৌকা দ্বিতীয়, এবং কাশিয়ানীর হোগলাকান্দীর নৌকা তৃতীয় স্থান অধিকার করেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের দুই'টি ফ্রিজ ও একটি এলইডি টিভি দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha