আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৭:০২ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৪:৫৯ পি.এম
শ্রীপুরে আ’লীগের হামলায় বিএনপি’র ৬ নেতা সহ আহত অন্তত ২৫

আওয়ামী লীগের হামলায় বিএনপির ৬ নেতা গুরুতর আহত এবং ২৫ জনের অধিক কর্মী গান আহত হয়েছে। মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীদের ওপর এ হামলা হয় আওয়ামী লীগ নেতা আলাম মোল্লা ও সাব্বিরের নেতৃত্বে।
বিষয়টি নিশ্চিত করেন আহত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মোঃ মীর হাফিজুর রহমান,তিনি বলেন আমি তিন বারের মেম্বার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমার নেতাকর্মীর উপর বর্বর হামলা চালিয়েছে এলাকার একটি কুচক্রী মহল।
এর সাথে জড়িত ছিলেন মোঃ সাব্বির মোল্লা পিতা দুলাল মোল্লা, আলাম মোল্লা ও মোঃ পিলাবন পিতা বাকি মোল্লা, বাবু পিতা দুলাল, সাজ্জাদ মোল্লা আতিয়ার খোন্দকার, ইকরাম খোন্দকার পিং আমির খোন্দকার, মিল্টন শেখ, হানটু শেখ, আতর শেখ, এলিট মোল্লা সহ আরো অনেকেই ছিলেন জানান আওয়ামী লীগ নেতারা হামলা চালিয়ে গুরুত্ব জখম করেছেন অভিযোগ করেন , মোঃ মীর হাফিজার (৫৫) মোঃ মীর ইকবাল (৩৮) মোঃ অলি বিশ্বাস (৩০) মীর রেজাউল (৪০) শাহিন বিশ্বাস (৩০) মোঃ জাকির মোল্লাকে (৫০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ বিষয়েপুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯ সাড়ে টায় দিক মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের বাজার এলাকায় বিএনপির ও আওয়ামী লীগের হামলায় বিএনপির নেতা - কর্মীরা আহত হয় । এ বিষয়ে শ্রীপুর থানার তদন্ত (ওসি) গৌতম ঠাকুর বলেন, বৃহস্পতিবার সকালে শ্রীপুর সব্দালপুর ইউনিয়ন এলাকায় আওয়ামী লীগ নেতারা বিএনপির কর্মীদের উপর হামলা চালায়, এ ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন গুরুত্ব জখম হয় এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha