আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৭:২২ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১২:৩১ পি.এম
মুকসুদপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আজিজুর রহমান, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
দেবদারু, কাঠবাদাম, বকুল, কৃষ্ণচূড়া গাছের সমন্বয়ে স্টেডিয়ামের চারপাশকে দৃষ্টিনন্দন ও সুসজ্জিত করা হবে।
প্রাথমিকভাবে ১০০ দেবদারু ও ১০টি কাঠবাদাম লাগানোর মধ্যে দিয়ে বৃক্ষরোপনের কার্যক্রম শুরু করা হয়। এরপর পর্যায়ক্রমে দেবদারু, কাঠবাদাম, বকুল, কৃষ্ণচূড়া গাছের সমন্বয়ে স্টেডিয়ামের চারপাশকে দৃষ্টিনন্দন ও সুসজ্জিত করা হবে। এসময় স্থানীয় ক্রীড়া ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha