ইতালিয়ান পার্লামেন্টের মিলনায়তনে অর্থ প্রতিমন্ত্রী অধ্যাপক মাউরিঝিও লিওর উপস্থিতিতে বহির্বিশ্বের সাথে ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক এবং সামাজিক বাণিজ্যিক কর্মকান্ডের উপর প্রণীত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিমাস সভাপতি ড. মোহাম্মদ মুক্তার হোসেন।
ইতালিয়ান বিভিন্ন দলের সংসদ সদস্যদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড. মুক্তার হোসেন।
ইতালির জাতীয় সংসদের সকল সংসদীয় দলের প্রতিনিধিদের এই বৈঠকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন তিনি। বিমাসের সাংগঠনিক কর্মকান্ড সংগঠনের ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন।
আলোচকরা বলেন, ইতালির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন জাতি-বর্ণের মানুষের অবদান রয়েছে। সকালের ভূমিকা যত বাড়বে, ততই দেশের আত্মসামাজিক উন্নয়ন করা সম্ভব।
২৫ শে সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই আলোচনা সভা অনেকে বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha