ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি বাজার সংলগ্ন কুমার নদে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। প্রতি বছর তেলজুড়ি ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা উদযাপন কমিটির আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ শেষে বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়।
তেলজুড়ি ঐতিহ্যবাহী ১২৪ তম বার্ষিকী নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরিডড গ্রুপের এমডি ও সিইও আজিজুল আকিল (ডেভিড সিকদার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ছাত্রদল নেতা, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী সাহাবুদ্দিন আহম্মেদ (নিউটন মিয়া)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা কৃষক দলের সদস্য সচিব এবং মেলা উদযাপন কমিটির সভাপতি মো. রইসুল ইসলাম (পলাশ মিয়া)।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে পুরস্কার স্বরূপ ১ম, ২য় স্থান অধিকারী নৌকার মালিকদের ফ্রিজ ও ৩য় স্থান অধিকারী নৌকার মালিককে টিভি প্রদান করা হবে।
মেলা উদযাপন কমিটির সভাপতি রইসুল ইসলাম (পলাশ মিয়া) বলেন, হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে বছরের পর বছর এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর নৌকা বাইচ প্রতিযোগিতার ১২৪ তম বার্ষিকী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha