আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ১০:০৬ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৮:৩৬ পি.এম
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহামুদ হুমায়ুন গ্রেপ্তার

নরসিংদীর (মনোহরদী-বেলাব) আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গত (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
জানা যায়, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকান্ডের মামলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ (২৫ সেপ্টেম্বর) দুপুরে ডিবি ও পুলিশের একটি যৌথ টিম সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে হত্যা মামলায় নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে হাজির করেন। বিজ্ঞ আদালতে হুমায়ুনের দশ দিনের রিমান্ড চান। আদালত দশ দিনের রিমান্ড না মঞ্জুর করে ২ দিন জেল গেইট জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং কর্মীদের অনেকেই দেশের বাইরে চলে যান। এরই মধ্যে অনেকেই গ্রেপ্তারও হয়েছেন। নরসিংদীতে আওয়ামী লীগের একাধিক এমপি ও নেতৃবৃন্দ রয়েছেন আত্মগোপনে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha