ফরিদপুরের সদরপুরে ৬৫ বছরের একজন বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত একটি মামলা দায়েরের পর ২০ ঘন্টার মধ্যে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মামলার অভিযোগে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদরপুরের আকোটেরচর ইউনিয়নের রামনগর গ্রামের ৬৫ বছরের এক অসুস্থ বাড়িতে একাকী ছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে একটি রাস্তার উন্নয়ন কাজের শ্রমিক ডিটল (২৭) ওই বাড়িতে এসে আশ্রয় নেয়।
এসময় অসুস্থ ওই বৃদ্ধাকে শোয়ার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ডিটল। এসময় বৃদ্ধার চিৎকার শুনে লোকজন এসে ডিটলকে আটক করে। পরে ওই বৃদ্ধার পুত্র মিজানুর রহমান বাদি হয়ে এ ঘটনায় সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধা সাড়ে ৬টায় মামলাটি রুজুর পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আক্রাম হোসেন ২০ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২নং আমলী আদালতে আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আটক ডিটলের বাড়ি রাজশাহী জেলার চারঘাট থানার লক্ষিপুর গ্রামে। পিতার নাম ইনসার আলী।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫