আজকের তারিখ : নভেম্বর ২৬, ২০২৪, ৩:৫১ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৫, ২০২৪, ২:৫৩ পি.এম
মন্দিরের নিরাপত্তায় সকলের সহযোগিতা প্রয়োজন
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর পৌরসভার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর কর্তৃপক্ষের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন মন্দিরের কমিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর পৌর প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পৌর কাউন্সিলর মাহমুদুল হক রেজার, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, ফরিদপুর পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল প্রমুখ ।
এ সময় বক্তারা বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতি জেলা। আর তাই আমরা আবহমান কাল ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে বসবাস করে আসছি। এ ধারা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে পৌর প্রশাসক চৌধুরী রওশন ইসলাম বলেন, ফরিদপুর পৌরসভা বিগত দিনের মত এ বছরও শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সহায়তা প্রদান করছে। দুর্গাপূজায় নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজেদের সচেতন থাকতে হবে। বিশেষ করে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত প্রত্যেকটা মন্দিরের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এছাড়া প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে, কোন মন্দিরে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নিব।
অনুষ্ঠানে পূজা বিসর্জন ঘাটে ওয়াচিং টাওয়ার নির্মাণের দাবি জানানো হয়।
উল্লেখ্য, এ বছর ফরিদপুর জেলায় ৭২৮ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, এর মধ্যে পৌরসভায় মোট ৯৮ টি দুর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর জেলায় ৮০৮ টি মন্দিরের দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha