কুষ্টিয়ার ভেড়ামারায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা চত্বরে উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার আয়োজিত বৈষম্য দূরীকরণে মাধ্যমিকে স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারক লিপির কপি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর হাতে পেশ করেন।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ, জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে রাজু আহমেদ, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী, ডি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল ইসলাম, এ এস কে এম পি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকসানা খাতুন, কফেজান নেছা ও হাজী নিয়ামত উল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
রোকোনুজ্জামান, বাহাদুরপুর দাখিল মাদ্রাসার সুপার মুক্তার হোসেন, তাহের মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামারুল ইসলাম, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের সহ প্রমুখ।
শিক্ষকরা বলেন আমরা আজকে ভেড়ামারা উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুলের জাতীয়করণের দাবিতে ও সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবিতে মানববন্ধন করেছি এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। দাবি না মানলে আগামীতে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha